Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:০২

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক, বর্তমান উপদেষ্টা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর। নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। এর পর গত সপ্তাহে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। আলমগীর মহিউদ্দিন ইউরিন, শ্বাসকষ্ট ও ব্লাড প্রেসারসহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দৈনিক নয়া দিগন্তের শুরু থেকে দীর্ঘ প্রায় দুই দশক সম্পাদকের দায়িত্ব পালন করেন আলমগীর মহিউদ্দিন।

সারাবাংলা/এএস/পিটিএম

আলমগীর মহিউদ্দিন নয়া দিগন্ত মারা গেছেন সাবেক সম্পাদক