Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৭:২০

নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলে।

বাগেরহাট: জেলার মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে রমজান হোসেন রাব্বি (২০) নামে একজন লস্কর নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান।

শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

কোস্ট গার্ড জানায়, মোংলা বন্দরের পাঁচ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এমভি শোভা’র লস্কর রাব্বি অসাবধানতাবশত শনিবার ভোরে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঠালিয়ার জলিল শিকদারের ছেলে। এদিকে, নিখোঁজের সন্ধান কার্যক্রমকে সহায়তা ও তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাল্কহেড এমভি শোভার মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, ‘শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বাল্কহেডে আমরা সাতজন স্টাফ-কর্মচারী ছিলাম।’

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ ১ পশুর নদী মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর