Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২১:৪৩

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত: শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইসহাক দার। ঢাকার পাকিস্তান হাইকমিশনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

তার এই সফরে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সারাবাংলা/একে/আরএস

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেগম খালেদা জিয়া