Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিকতা করে অমর্ত্য সেন
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠাতে পারে, এতে কোনো আপত্তি নেই

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২৩:০৮

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতে বাংলাভাষীদের প্রতি ‘ভাষাগত অসহিষ্ণুতা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, বাংলাভাষী অনেকেই ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে সন্দেহ ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় তরুণদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ এসব কথা বলেন।

তিনি জানান, তিনি খবরের কাগজে দেখেছেন, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যা তাকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে। তিনি বলেন, ‘পেশাগত জীবনেও বাংলাভাষীরা অসম্মান ও প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।’

বিজ্ঞাপন

রসিকতা করে অমর্ত্য সেন বলেন, ‘আমাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে, কারণ আমার পৈতৃক ভিটা ঢাকায়।’ তিনি আরও জানান, এতে তার কোনো আপত্তি নেই।

তিনি বলেন, বাঙালি ও পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানো উচিত। আমি দাবি করছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, কিন্তু আমাদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরতে হবে। বাঙালি সংস্কৃতির প্রতি অবশ্যই সম্মান থাকতে হবে। তা না হলে প্রতিবাদ হওয়া দরকার।’

সারাবাংলা/এইচআই

অমর্ত্য সেন বাংলাভাষী ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর