Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্ম-মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে ইসির বৈঠক শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২১:১৯

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম কাটতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, সম্প্রতি এ সংক্রান্ত কার্যক্রম হাতে নিতে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগকে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারের নাম কর্তনের বিষয়ে সহযোগিতার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা নিতে হবে।

এছাড়া, গত ৩১ মের আগের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে আগামী মাসের সমন্বয় সভায় প্রতিবেদন দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সুনির্দিষ্ট দায়িত্ব দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

সারাবাংলা/এনএল/পিটিএম

ইসি জন্ম টপ নিউজ নিবন্ধন বৈঠক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর