Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২২:০৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ০০:১৭

বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বিজ্ঞাপন

সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন ইসহাক দার।

এর আগে শনিবার দুপুরে তিনদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

ইসহাক দার উপপ্রধানমন্ত্রী টপ নিউজ পাকিস্তান বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর