রিমান্ডের পর অসুস্থ হয়ে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাজধানী কলম্বোর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে রিমান্ডে নেওয়ার একদিন পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
৭৬ বছর বয়সী এ সাবেক প্রেসিডেন্টকে রিমান্ডে নেওয়া হয়েছিল শুক্রবার (২২ আগস্ট) রাতে। এর পরদিন (২৩ আগস্ট) তিনি অসুস্থ হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের চিকিৎসা কেন্দ্র তার জন্য যথেষ্ট ছিল না। তাই দ্রুত তাকে রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের উপমহাপরিচালক ডা. রুকশন বেল্লানা জানান, বিক্রমাসিংহে তীব্র পানিশূন্যতায় ভুগছেন। গুরুতর জটিলতা এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিক্রমাসিংহেকে কারাবন্দি করা হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, তিনি আবারও ক্ষমতায় ফিরতে পারেন বলে সরকার আতঙ্কে আছে।