Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২৩:৪৬

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। ছবি: আলজাজিরা

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এ ঘটনায় ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য–ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এই নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে ‘অর্থবহ পদক্ষেপ’ নিতে মন্ত্রিসভার সঙ্গে একমত হতে পারেননি। এমনকি ইতোমধ্যেই আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাকে।

ভেল্ডক্যাম্প এর আগে কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া গাজার মানবিক পরিস্থিতি ও সম্ভাব্য ‘ঝুঁকিপূর্ণ ব্যবহার’ এর আশঙ্কায় তিনি নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলো আমি দেখছি।’

ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর সংহতি প্রকাশ করে তার দল নিউ সোশ্যাল কনট্রাক্টের সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডস কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থায় পড়েছে।

সারাবাংলা/এসএস

ইসরায়েল ডাচ পদত্যাগ পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে ব্যবস্থা