Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ০০:০১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১০:৫০

নিহত মেহেদী মাসুদ পাভেলের মরদেহ

পাবনা: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। সে গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানায়, ইসলামপুর গ্রামে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্ত জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলাল সম্পৃক্ত রয়েছে বলে জানান তারা।

বিজ্ঞাপন

নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর