Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫ ০৮:১৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১২:৩১

খাদের কিনা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সার জয়

মৌসুমের প্রথম হার চোখ রাঙাচ্ছিল তাদের। প্রথমার্ধেই লেভান্তের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অবিশ্বাস্যভাবেই। ২-০ গোলে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

লেভান্তের মাঠে প্রথমার্ধে বার্সা ছিল ছন্নছাড়া। ১৫ মিনিটে মাথায় বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। ইভান রোমেরোর গোলে উল্লাসে মাতে লেভান্তে। হাফ টাইমের ঠিক আগে লিড দ্বিগুণ করে লেভান্তে।

প্রথমার্ধের যোগ করা ৭ম মিনিটের মাথায় পেনাল্টি পায় লেভান্তে। স্পটকিক থেকে গোল করে বার্সাকে হতাশায় ডোবান লুইস মোরালেস। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লেভান্তে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। ৪৯ মিনিটে এক গোল শোধ করেন পেদ্রি। তিন মিনিট পরেই ম্যাচে সমতা ফিরিয়েছেন ফেরান তোরেস।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে ৯১ মিনিটের মাথায় এলজেগাবালের আত্মঘাতী গোলে নাটকীয় এক জয় পায় বার্সা।

৩-২ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইল বার্সা।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর