ঢাকা: সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া তিন সদস্যকে আজ শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে সরকারি কর্ম কমিশনে নবনিযুক্ত তিনজন সদস্যকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ানো হবে।। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে, বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়।
নতুন সদস্যরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।
উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিন সদস্য শপথ নিলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।