রংপুর: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। এতদিন তিনি পলাতক ছিলেন।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ আরিফুজ্জামানকে আটক করে। এর পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আরিফুজ্জামান গতবছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং পরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, গতবছরের ৫ আগস্টের পর আরিফুজ্জামানকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২-এ বদলি করা হয়। সেখানে তিনি গতবছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ তাকে আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করে।
ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি মো. আরিফুজ্জামান। তিনি সেসময় কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ছিলেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করেছে কে, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। গুলি করার সময় সেখানে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে হেলমেট পরা তাদের একজন পুলিশকে গুলি করতে বলেছেন, এমন দৃশ্য ভিডিওতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামানকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি এক কনস্টেবলের কাছ থেকে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেদিন ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার আরিফুজ্জামান গুলি ছুড়েছেন।