Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমিন ফারহানা বিএনপির আ.লীগবিষয়ক সম্পাদক: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:৪৫

বিএনপি নেতা রুিমন ফারহানা ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী আমলে সবধরনের সুবিধা নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাসনাত অভিযোগ করে বলেন, ‘রুমিন ফারহানা সবসময় দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুযোগ-সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগের কাছে যারা পণ্যসামগ্রী, রুমিন তাদের একজন।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “কমিশনের ভূমিকাই এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত হয়েছে।”

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ১২টার দিকে সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বেশ উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া, ওই হট্টগোল ও হাতাহাতির সময় নিজ দলের কর্মীরা রুমিন ফারহানাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।

সারাবাংলা/এনএল/পিটিএম

এনসিপি রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহ