ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, ইসি নিরপেক্ষ ভূমিকা না রাখলে এর পুনর্গঠনের দাবি তুলবে এনসিপি।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ শুনানির সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এটি এখন পার্টি অফিসে পরিণত হয়েছে। আমরা বারবার বলেছি, একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। কিন্তু কমিশন নির্লজ্জভাবে একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’
তিনি আরও জানান, ইসির বস্তুনিষ্ঠ পেশাদারিত্ব ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। এ কারণে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবেন এবং কমিশন যথাযথ ব্যবস্থা নেয় কিনা তা পর্যবেক্ষণ করবেন।
এ সময় হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এনসিপির নেতা আতাউল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার অনুসারীরা পরিকল্পিতভাবে তাকে মারধর করেছেন, যাতে তিনি শুনানিতে নিজের বক্তব্য উপস্থাপন করতে না পারেন।
আতাউল্লাহ বলেন, ‘শুনানিস্থলে দাঁড়াতেই রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার অনুসারীরা নির্মমভাবে মারধর করে। সিসিটিভি ফুটেজে এর প্রমাণ পাওয়া যাবে।’
তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অংশ কেটে বিএনপির রুমিন ফারহানার নির্বাচনী এলাকায় সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছে। এজন্য এলাকাবাসীর দাবিতে তিনি ইসিতে আপিল করেছিলেন।