Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৯:৩১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:০৪

হত্যা মামলার আসামি মো. মিজানুর রহমান

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে সিআইডি। তিনি ঢাকার ২২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, দুপুর ২টায় সিআইডি’র ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।

জসীম উদ্দিন খান বলেন, মিজানুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা কাণ্ডের ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর রামপুরা থানায় মামলা করা হয়। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর