Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী জেলা স্টেডিয়াম সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২১:০৭

স্থানীয় খেলোয়াড়রা জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ী জেলা স্টেডিয়াম সংস্কার ও খেলোয়াড়দের জন্য অনুশীলনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় খেলোয়াড়রা মানববন্ধন শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে ক্রিকেটার তাফসিনের সভাপতিত্বে আরাফ ও হিমেল বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, স্টেডিয়ামের ঘাস অযত্নে বেড়ে যাওয়ায় খেলা ব্যাহত হচ্ছে, ড্রেনেজব্যবস্থা নষ্ট থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এছাড়া বিশুদ্ধ পানি ও নিরাপত্তার ব্যবস্থা নেই, মাঠ প্রায়ই বহিরাগতদের দখলে থাকে এবং স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনে বাধা দেওয়া হয়। মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নেন।

বিজ্ঞাপন

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্টেডিয়ামের দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তিনি জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদকে প্রতিবেদন তৈরির নির্দেশ দেন এবং মাঠে বিশুদ্ধ পানি সরবরাহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

সারাবাংলা/এসএস

জেলা স্টেডিয়াম দাবি মানববন্ধন রাজবাড়ী সংস্কার স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর