Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৫ ২২:০৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৯:১৬

মিয়ানমারের ঐতিহাসিক ‘গোকটেইক’ রেলওয়ে সেতু। ছবি : সংগৃহীত

বোমা হামলা চালিয়ে মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু ‘গোকটেইক সেতু’ গুঁড়িয়ে দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এই সেতুটি বিশ্বের ঐতিহাসিক রেলসেতুগুলোর একটি।

রোববার মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এএফপি জানায়, রোববার (২৪ আগস্ট) সামরিক সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, ‘তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে বোমা হামলা চালিয়ে সেতুটি ধ্বংস করেছে।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সেতুটি আংশিক ধসে পড়েছে ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তবে তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র লওয়ে ইয়াই উ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আজ সকালে জান্তা সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে বোমা হামলা চালায়। সেই হামলার বোমাই গোকটেইক সেতুতে আঘাত হানে।’

গোকটেইক রেলসেতুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এ সেতুটি তখন বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিত ছিল। এটি মিয়ানমারের মান্দালে থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে রেলপথে সংযুক্ত করেছে।

এর আগে সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা বাহিনী ও টিএনএলএর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল সামরিক সরকার।

মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধের কবলে রয়েছে। দেশটির সেনাবাহিনী বর্তমানে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর