Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ
শিবির নেতা হত্যায় গ্রেফতার সাবেক মন্ত্রী ফরহাদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২১:৫৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০০:১৩

ঢাকা: মেহেরপুরে শিবির নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৪ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্র্যাইব্যুনালে আজ প্রসিকিউসনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে সাবেক এই মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাইফুল ইসলাম মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ২০১৪ সালের ১৯ জানুয়ারি তিনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

সারাবাংলা/আরএম/এসআর

মেহেরপুর শিবির নেতা হত্যা সাবেক মন্ত্রী ফরহাদ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর