Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৯:১৮

তৌহিদ উদ্দিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

বরিশাল: নানা কারণে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (সিআইডি)। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, ‘আজ রাতে সিআইডি অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ উদ্দিন আফ্রিদি।’

জসীম উদ্দিন বলেন, ‘এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ হত্যা মামলায় ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে। রিমান্ড শেষ তিনি এখন কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়ার ৭ আসনে প্রতীক বরাদ্দ
২১ জানুয়ারি ২০২৬ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর