কুষ্টিয়া: ফেসবুকে প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। শনিবার (২৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছে রোববার (২৪ আগস্ট) সকালে তিনি কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান।
বৃষ্টিকে বিয়ে করতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম রাখেন সোহান আহাম্মেদ। পরে পরিবারসহ কুষ্টিয়া আদালতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রস্তুতি নেন।
শি জিং ইউ চীনের হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। আর বৃষ্টি খাতুন কুষ্টিয়ার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে দূরদেশ থেকে এসে মুসলিম রীতিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃষ্টির দুলাভাই এনামুল হক বলেন, ‘চীনা যুবক আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খুব শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন হবে।’