Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ০৮:২৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৯:৫৫

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, বর্তমানে নিজেদের পারমাণবিক বিষয়বস্তু নিয়ে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।

খামেনির অভিযোগ, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা।

ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আজ আল্লাহর অশেষ রহমতে দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান।’

সারাবাংলা/এসডব্লিউ

আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর