Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএল ২০২৫
৫০০ উইকেট ছুঁয়ে সাকিবের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ০৮:৪৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৯:০৩

নতুন রেকর্ড গড়লেন সাকিব

সিপিএলে এবার সময়টা ভালো যাচ্ছে না তার। ব্যাটে-বলে প্রায় সব ম্যাচেই বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। অবশেষে দেখা গেল চিরচেনা সেই অলরাউন্ডার সাকিবকে। সেন্ট কিটসের বিপক্ষে মাঠে নেমে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকসন। এই ম্যাচে টি-২০তে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ডও গড়েছেন সাকিব।

সেন্ট কিটসের বিপক্ষে ২ ওভার বোলিং করেছেন সাকিব। ১১ রান দিয়ে সাকিব নিয়েছেন ৩ উইকেট। প্রথম উইকেট নেওয়ার মধ্য দিয়েই টি-২০ ক্যারিয়ারে ৫০০তম উইকেটের দেখা পেয়েছেন সাকিব।

৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। ক্রিকেট ইতিহাসের ৫ম বোলার হিসেবে টি-২০তে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব।

বিজ্ঞাপন

সাকিবের আগে টি-২০তে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

৫০০ উইকেট ছোঁয়ার দিনে আরেকটি অনন্য কীর্তি গড়েছেন সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০তে ৭ হাজার রান ও ৫০০ উইকেট নিয়েছেন তিনি। টি-২০তে এখন সাকিবের রান ৭৫৭৪।

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত। চারে নেমে দুই ছক্কা ও এক চারে ১৮ বলে তিনি করেন ২৫ রান। এতে জয় পায় অ্যান্টিগা। সাকিব হয়েছেন ম্যাচসেরা।

এই জয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠল সাকিবের দল।

সারাবাংলা/এফএম

৫০০ উইকেট সাকিব আল হাসান সিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর