Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একযোগে ১৮৯ বিচারককে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২০:৩১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২৩:২৪

ঢাকা: একযোগে দেশের বিভিন্ন আদালতের অতিরিক্ত জেলা-দায়রা জজ, যুগ্ম জেলা-দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৮৯ জন বিচারককে বদলি করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিচারকদের মধ্যে ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।’

বিজ্ঞাপন

এতে বলা হয়, বদলি বিচারকদের আগামী তিনদিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

সারাবাংলা/আরএম/এসআর

বদলি বিচারক