রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ফরম নিয়েছেন ১০ জন প্রার্থী। এর আগে প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়ন নেন ৫ জন।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ফরম বিতরণ।
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে ২ জন, সহযোগী ক্রিয়া সম্পাদক পদে ১ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, নারীবিষয়ক সম্পাদক পদে ১ জন, কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন ও সিনেট সদস্য পদে ১ জন মনোনয়ন নিয়েছেন। এ পর্যন্ত ৭টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। বাকি ১৬টি পদে এখনো মনোনয়ন নেননি কেউ। এ ছাড়া হল সংসদে মনোনয়ন নিয়েছেন ৬ জন।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যাংকের কাজসহ নানা কারণে প্রার্থীদের আসতে দেরি হতে পারে। এ ছাড়া অনেকের মধ্যে একটা সংশয় রয়েছে, এ জন্য হয়তো তারা আসছে না। সবাই অবজারভ করছে। তবে আমরা আশা করছি সবাই আগামীকাল তুলবে।’
উল্লেখ্য, রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি ও সিনেটে ৫টি পদে নির্বাচন হবে। আর হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেটের ফরমের দাম ৩০০ টাকা এবং হল সংসদের ফরম বিতরণ করা হচ্ছে ২০০ টাকায়।