ঢাকা: রাজধানী কদমতলীর পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বন্ধুরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃতের বন্ধু রাকিব ও তন্ময় জানান, বাবুর বাসা কদমতলি শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। তার বাবার নাম সদর আলী। বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বন্ধুরা আরও জানান, রাত আনুমানিক ৯টার দিকে পাটেরবাগ আলআকসা মসজিদের গলিতে এলাকার ছোট ভাইদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে বাবুর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে জানতে পেরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়। তবে কী নিয়ে তর্কাতর্কি হয়েছিল তা জানাতে পারেনি বন্ধুরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী এলাকা থেকে ওই যুবককে বন্ধুরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের গলার বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।