Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ০৯:৩৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১১:২০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুদূষণ বহুদিন ধরেই জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আজ সকালে রাজধানীর বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৮৫। এই স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম। বিশেষজ্ঞদের মতে, ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘মাঝারি’বলা হয়। অর্থাৎ, সংবেদনশীল জনগোষ্ঠী ছাড়া অন্যদের জন্য এ বায়ুমান আপাতত সহনীয় পর্যায়ে রয়েছে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে উগান্ডার রাজধানী কামপালা। শহরটির একিউআই স্কোর ছিল ২৩২, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসা (১৮০), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩২) এবং ইন্দোনেশিয়ার মেদান (১২৭) তালিকার শীর্ষ পাঁচে রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানান—

০–৫০ : ভালো
৫১–১০০ : মাঝারি
১০১–১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০ : অস্বাস্থ্যকর
২০১–৩০০ : খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০ : ঝুঁকিপূর্ণ

আজকের ৮৫ স্কোর ‘মাঝারি’ হলেও, গত কয়েক মাসে ঢাকা প্রায়ই ১৫০ থেকে ২০০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল, যা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।

বায়ুদূষণের কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, চোখ ও গলায় জ্বালাপোড়া, হৃদরোগ ও ফুসফুসের জটিলতা বেড়ে যায়। শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। পরিবেশবিদরা মনে করেন, ঢাকার বায়ুমান মাঝারি অবস্থায় নামলেও এটি দীর্ঘস্থায়ী নয়।

বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন —

-নির্মাণকাজের ধুলো
-ইটভাটা ও শিল্পকারখানা
-পুরোনো যানবাহন থেকে নির্গত ধোঁয়া
-নিয়ন্ত্রণহীন আবর্জনা পোড়ানো

তাদের মতে, টেকসই সমাধানের জন্য সরকারকে পরিবেশবান্ধব নির্মাণনীতি প্রণয়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং শিল্পকারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর