Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: আজ থেকে নির্বাচনি প্রচার শুরু

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১১:১০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৩:২৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশনের পক্ষে প্রার্থীদের উদ্দেশে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জসিম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর প্রচারণা চলাকালীন ছাত্রী প্রার্থীরা নির্বাচন আচরণবিধি অনুযায়ী পাঠকক্ষ ছাড়া হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে, রুমের সামনের বারান্দায়, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে প্রচারণা চালাতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদের হলে শিক্ষার্থীরা রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচার কার্যক্রম চালাতে গেলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
অন্যদিকে ছেলে প্রার্থীরা ছাত্রী হলের হল প্রশাসন কর্তৃক নির্ধারিত কেবলমাত্র অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচারণা চালাতে পারবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই নির্বাচনের আচরণ বিধিমালা ৬ (গ) অনুযায়ী একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হলে একটি প্রজেকশন মিটিং করার বিধান রয়েছে। সেক্ষেত্রে প্রার্থী তারিখ ও সময় উল্লেখপূর্বক হল প্রশাসন থেকে ২৪ ঘণ্টা আগে অনুমতিপ্রাপ্তি সাপেক্ষে হল অডিটোরিয়াম ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

অবহিতকরণ
১৯ অক্টোবর ২০২৫ ২০:৪২

আরো

সম্পর্কিত খবর