Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনবিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

স্টাফ ককরেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৭:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির এক সপ্তাহ আগে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে এখন নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে কিছু রাজনৈতিক দল। তবে যারা নির্বাচন বিরোধী অবস্থান নেবে, তারা শেষ পর্যন্ত দেশের রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। দু–একটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এটিকে তাদের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু জনগণ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের রাজনৈতিক ইতিহাসে এবারের নির্বাচন একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দেবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। বিএনপি বিশ্বাস করে, জনগণের রায়ের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তন আসবে।”

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি বা গণপরিষদ গঠনের প্রস্তাব তুলেছে। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এ ধরনের দাবি রাজনৈতিক কৌশলের অংশ, মাঠ গরম করার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। দেশে ইতিমধ্যেই নির্বাচনি আমেজ তৈরি হয়েছে। তাই যারাই এর বিপক্ষে কথা বলবে, তারাই রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “জুলাই সনদে উত্থাপিত কিছু অঙ্গীকারকে বিএনপি অযৌক্তিক মনে করে। তাই বিকল্প প্রস্তাব ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা তুলে ধরব। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয়ই গ্রহণযোগ্য হবে না।”

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, “যে সাংবিধানিক সংস্কার আনতে চাই আমরা, সেগুলো কেবল ঐক্যমতের ভিত্তিতেই সম্ভব। এখনই যদি সব বিধান কার্যকর করা হয় তবে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে। তাই সংসদ নির্বাচনের পর এসব বাস্তবায়ন করা উত্তম।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির কোনো জটিলতা নেই জানিয়ে সালাহউদ্দিন বলেন, “সবার ঐক্যমতের ভিত্তিতেই এ সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনর্বহাল হবার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে—অন্য কিছু ভাবার সুযোগ নেই।”

নির্বাচনে কোনো দল অংশ না নিলে সেটি তাদের রাজনৈতিক স্বাধীনতা বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন,
“যারা বাহানা দিয়ে নির্বাচন বর্জন করবে, তারাই ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। নির্বাচন হচ্ছে জনগণের ম্যান্ডেট যাচাইয়ের একমাত্র পথ। এ সুযোগ হাতছাড়া করা মানে রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত।”

আসন্ন নির্বাচনে জোট রাজনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে। আগামীর সরকারেও তাদের অংশগ্রহণের সুযোগ থাকতে পারে।”

তিনি আরও জানান, কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গেও আলোচনা চলছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এর বাইরে বিগত আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের সঙ্গেও জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনার পর বিষয়টি পরিষ্কার হবে।

সালাহউদ্দিন বলেন, “বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের ভোটের মাধ্যমেই আগামী সরকার গঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর। দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। সেই পরিবর্তনের পথই হলো নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন।”

সারাবাংলা/এফএন/ইআ

নির্বাচনবিরোধী রাজনীতির মাঠ সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর