Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

চবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৮:৪২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২০:২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিপটোরিয়ামে বিকেল ৩টায় তফসিল ঘোষণা করা হবে। প্রশাসনের সঙ্গে আজ (মঙ্গলবার) মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতির সার্বিক কার্যক্রম শেষের দিকে।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/পিটিএম

চট্টগ্রাম চাকসু টপ নিউজ তফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর