ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে আব্দুল্লাহ তাহেরি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ তাহেরি একই এলাকার ইজিবাইকচালক মহসিন মাতুব্বরের ছেলে।
এ ব্যাপারে ঘারুয়া ইউনিয়নের পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করতেছিল শিশুটি। সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা খুঁজির করার পরে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন।
পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।