ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কালো ধোঁয়াযুক্ত যানবাহন এবং নির্মাণ সামগ্রীর কারণে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এ অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারায় ৩৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪১ লাখ ৭৭ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ডিজেল চালিত ১০টি বাস ও ট্রাকের ধোঁয়া পরীক্ষা করে ৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
অন্যদিকে, মোহাম্মদপুরে নির্মাণ সামগ্রী দ্বারা সৃষ্ট বায়ুদূষণের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর বিধি লঙ্ঘনের দায়ে দুই মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল এ অভিযান পরিচালনা করেন।
বিআরটিএ’র সঙ্গে যৌথ অভিযানে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ১০টি মামলা দায়ের এবং একটি গাড়ি ডাম্পিং করা হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ইয়াং ইউয়ান কোং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও এইচটি ক্যাবল জব্দ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পরিবেশগত ছাড়পত্র ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করা পর্যন্ত কারখানা চালাতে নিষেধ করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।