Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে দ্বন্দ্বে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২২:০১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২২:১৭

হামলায় গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করছে স্থানীয়রা। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে চাচাতো ভাই-ভাতিজা নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক হাসান ও ভাগ্নে রাজুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিরাজ এবং তার বাবা তৈয়বের সঙ্গে তাদের আপন ভাতিজা একই এলাকার দুখমিয়ার ছেলে হাসান (৪৩) এবং ভাগ্নে মৃত রহমানের ছেলে রাজুর (৩২) ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

এরপর আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মিরাজ এবং তার বাবা চাতালে পাট শুকাচ্ছিলেন। এ সময় হাসান এবং রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। পরে গুরুতর আহত তৈয়ব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, ‘১০ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। বাবু ও রাজীবসহ কয়েকজন মিলে আলুকদিয়ার তুফান মিয়ার গোডাউন সংলগ্ন স্থানে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে মিরাজ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই আসামিকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

সারাবাংলা/এসএস

আটক কাঠা কুপিয়ে জমি দ্বন্দ্ব: পিতা-পুত্র নিয়ে পারিবারিক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর