Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ল এনসিপির প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২৩:৫৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ০০:০২

আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল

ঢাকা: চীনা সরকার ও চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আনুষ্ঠানিক আমন্ত্রণে পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নিরাপদ ও সফল সফরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতের ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন আট সদস্যের এ প্রতিনিধিদল।

সফররত দলটির নেতৃত্ব দিচ্ছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

বিজ্ঞাপন

এর আগে, সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধিদলকে সংবর্ধনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি এনসিপি নেতাদের অভিনন্দন জানান এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পার্টি-টু-পার্টি যোগাযোগও জোরদার হবে।

এনসিপির নেতারা জানিয়েছেন, সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি চীন নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর