ঢাকা: বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণের দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ২০তম। আন্তর্জাতিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)স্কোর ৭৭।
এ সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান “Moderate” বা মাঝারি পর্যায়ের। যদিও এটি বিপজ্জনক নয়, তবে দীর্ঘ সময় বাইরে অবস্থান করলে বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষদের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে।
আজ বায়ুদূষণে বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা (AQI ১৬৪), গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (AQI ১৬৪) ও কাতারের দোহা (AQI ১৫৬)। তুলনামূলকভাবে ঢাকার অবস্থান শীর্ষ দশের বাইরে হলেও রাজধানীর মানুষ এখনও ধুলো, ধোঁয়া ও যানবাহনের দূষণের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী:
-সকাল ও সন্ধ্যায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত।
-হাঁটা, ব্যায়াম বা দৌড়ানোর মতো কার্যক্রম খোলা জায়গার বদলে ঘরের ভেতরে করা ভালো।
-শিশু ও প্রবীণদের দূষিত এলাকায় কম সময় কাটাতে হবে।
-ঘরের ভেতরে জানালা-দরজা বন্ধ রাখা এবং এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার ঝুঁকি কমে।
-প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রাস্তায় অবস্থান এড়িয়ে চলা উচিত।
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে দূষণ পুরোপুরি এড়ানো কঠিন হলেও সচেতনতা ও সতর্কতা মেনে চললে শারীরিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।