ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। শুরুতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং এ মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধার ফুল নিবেদন করেন। পরে তারা কবর জিয়ারত করেন। এরপর বিএনপি, বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘নজরুল বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। তার চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নজরুলের অমর সৃষ্টি এ দেশের মানুষকে মাথা নত করতে দেবে না।’
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল, জাসাস, জাতীয়তাবাদী লেখক ফোরাম, নজরুল একাডেমি, নজরুল সংগীত শিল্পী সংস্থা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।