Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকসু’র গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নে কমিটি গঠন

ইবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৮:৪৩

ইসলামি বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। ছবি: সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে কমিটিকে যত দ্রুত সময়ের মধ্য ইকসুর গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে জমা দিতে বলা হয়েছে।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান সদস্য-সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহিদ মুহাম্মদ রেজওয়ান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।

এর আগে গত সোমবার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘মুভমেন্ট ফর ইকসু’ এর প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য অর্ডিন্যান্স পাস হলে নভেম্বরের মধ্যেই ইকসু নির্বাচনের আশ্বাস দেন।

সারাবাংলা/এসএস

ইকসু কমিটি গঠন গঠনতন্ত্র প্রণয়ন সংবিধি