Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৮:১১

টাঙ্গাইল: টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে জেলি ভরা চিংড়ি, ওজনে কম দেওয়া মুরগি এবং নকল কসমেটিকস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও ক্লাব রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

অভিযানে ভোক্তা অধিদফতরের পাশাপাশি সেনাবাহিনী, টাঙ্গাইল পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরা হয়। এসময় চিংড়ি মাছের খোলসে জেলি ভরে বিক্রির অপরাধে ১৫ হাজার, মুরগিতে ওজনে কম দেওয়ার দায়ে ১০ হাজার এবং নকল কসমেটিকস বিক্রির দায়ে ‘তাজ কালেকশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ ভোক্তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএস

জরিমানা টাকা টাঙ্গাইল ব্যবসায়ী

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর