ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য। জাতীয় অগ্রাধিকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তার মধ্যে সুষ্ঠু সমন্বয় স্থাপন করতে পারলেই টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জন সম্ভব হবে।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে বিকেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) এবং এর ওয়েবসাইট নির্মাণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিসিডিপি ওয়েবসাইটে বাংলাদেশের প্রশমন ও অভিযোজন কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এ পরিস্থিতি মোকাবিলায় অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরে শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন লক্ষ্য ও পরিবেশ সুরক্ষাকে একসাথে এগিয়ে নিতে হবে। যৌথ উদ্যোগ ছাড়া ঝুঁকি আমাদের অগ্রগতিকে ছাপিয়ে যাবে।
এদিকে উল্লেখিত বৈঠকের আগে, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বিসিডিপি ওয়ার্কিং গ্রুপসমূহের বিশদ কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় চারটি ওয়ার্কিং গ্রুপ তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করে। এতে সভাপতিত্ব করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ইআরডি’র জাতিসংঘ উইংয়ের প্রধান একেএম সোহেল। এডিবি’র সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভীন বিসিডিপি’র কাঠামো ও অগ্রগতি তুলে ধরেন।