বেনাপোল: ভারতের পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।
হস্তান্তরের সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, উপজেলা সমাজ সেবা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর, ১০ জন কিশোরী রয়েছেন। তারা গোপালগঞ্জ বাগেরহাট, কিশোরগঞ্জ নড়াইল গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহণ করবেন, জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর সংস্থা ৩টি এনজিও সংস্থা। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।
জানা যায়, পাচারের শিকার ১৭ জন বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের বিভিন্ন হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ দুই থেকে তিন বছর ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়।
যশোর জেলা মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ‘আজ যারা ভারত থেকে দেশে ফেরত এলো এই ১৭ কিশোর-কিশোরী কেউ দীর্ঘদিন এবং কেউ তিন থেকে চার বছর বিভিন্ন জেলখানায় আটক ছিল। এরপর সেল্টার রুমের থেকে তাদেরকে উদ্ধার করে দুই দেশের মধ্যে চিঠি চালাচালির মাধ্যমে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়। এদেরকে আমরা নিজ বাড়িতে পুনর্বাসিত করব এবং তাদের যদি আইনি সহায়তার প্রয়োজন হয় তা আমরা দেব।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইলিয়াস জানান, ‘আজ ১৭ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’