Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের ভিসার মেয়াদ কমছে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ২৩:৫২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০৯:৩৬

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার প্রস্তাব দিয়েছে। এটি আইনি অভিবাসন কমানোর বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। খবর দ্য গার্ডিয়ান।

প্রস্তাবিত সরকারি প্রবিধান অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ সীমিত করা হবে। বর্তমানে, এই ভিসাগুলো একটি নির্দিষ্ট কর্মসূচির সময়কাল বা কাজের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। কিন্তু নতুন নিয়মে তাদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বাড়ানোর জন্য বারবার আবেদন করতে হবে।

প্রস্তাবিত নিয়মে শিক্ষার্থীদের জন্য এফ (F) ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মীদের জন্য জে (J) ভিসা এবং সাংবাদিকদের জন্য আই (I) ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হবে। প্রস্তাবনা অনুযায়ী, শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে। সাংবাদিকদের ভিসার মেয়াদ বর্তমানে কয়েক বছর হলেও, তা কমিয়ে ২৪০ দিন করা হবে। চীনা নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে ৯০ দিন। তবে, ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন ভিসাধারীদের ওপর ‘আরও ভালোভাবে নজরদারি ও তত্ত্বাবধান’ করার জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে। এই প্রস্তাবটি নিয়ে জনগণের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় থাকবে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ (F) ভিসায় ছিল। একই সময়ে প্রায় ৩ লাখ ৫৫ হাজার এক্সচেঞ্জ ভিজিটর এবং ১৩ হাজার সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর