Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ০২:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০২:৩৫

ঢাকা: তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে তিনি বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আগামীকাল (বৃহস্পতিবার) এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে কমিশনার আরও বলেন, “তোমাদের সবাইকে অনেক স্নেহ-ভালোবাসা জানাই, তোমরা ভালো থাকো—এই কামনাই করি।”

তিনি রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে দায়ের হওয়া একটি জিডির আসামিকে দ্রুত গ্রেফতার করতে উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কমিশনার ডিএমপি দু:খপ্রকাশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর