এই মাসে দুইবার ইনজুরিতে পড়েছিলেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফিরেই লিওনেল মেসি দেখালেন পায়ের জাদু। তার জোড়া গোলেই অরলান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেছে ইন্টার মায়ামি।
আগস্টেরর শুরুতে মেসি পড়েছিলেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। ১৫ দিন মাঠের বাইরে থাকার পর খেলায় ফিরেই পেয়েছিলেন মাংসপেশিতে চোট। বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আজ অরলান্ডোর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি।
চেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষভাগে অরলান্ডো সিটিকে এগিয়ে দেন মার্কো পাসালিক। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অরলান্ডো সিটি।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে মায়ামি। অবশেষে ৭৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
৮৮ মিনিটে বক্সের ভেতর দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে বোকা বানান মেসি। ৯১ মিনিটে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন সেগোভিয়া।
৩-১ গোলের জয় নিয়েই লিগস কাপের ফাইনাল নিশ্চিত করে মেসির মায়ামি। ফাইনালে এলএ গ্যালাক্সি কিংবা সিয়াটেল সাউন্ডার্সে মুখোমুখি হবে মায়ামি।