রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরবর্তী মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের ৩৮ জন শিক্ষার্থীদের মাঝে এই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
লাইফ জ্যাকেট বিতরণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বক্তব্য দেন।
এছাড়া লাইফ জ্যাকেট বিতরণে স্কুলের প্রধান শিক্ষক মো. মোকসেদ আলী, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস, ফকির নূরুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষক কিশোর কুমার গুহ, সপ্না রানী পোদ্দার, শারমীন আক্তার উপস্থিত ছিলেন।

লাইফ জ্যাকেট পাওয়া শিক্ষার্থীরা।
স্কুল সূত্রে জানাগেছে, নদী তীরবর্তী এই মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ১৩৯ জন। এর মধ্যে নদীর ওপারের ৩টি গ্রাম চর মৌকুড়ি, চর আমবাড়িয়া ও কাঠুরিয়া থেকে ৩৮ জন শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করে। তারা এই পদ্মা নদী পাড় হয়ে নিয়মিত স্কুলে আসে। বর্ষার সময় নদীতে প্রচুর পানি ও স্রোত দেখা দেয়। এতে বাচ্চাদের নৌকাতে চলাচলে সমস্যা হয়। নদীর ওপার থেকে আসা সকল শিক্ষার্থীদের মিজানপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাদেরকে জ্যাকেট দেওয়া হয়।
সোনাকান্দর ঘাটে ইঞ্জিনচালিত নৌকার মাঝি সোহেল ব্যাপারী বলেন, আমার এই নৌকাতে মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ২০/২৫ জন শিক্ষার্থী আসা যাওয়া করে। আমি তাদের থেকে কখনোই ভাড়া নেই না। বর্ষার সময়ে নদী ভরে থাকে ও নদীতে স্রোত বৃদ্ধি পায়। এই সময়ে ওরা অনেক ভয় পায়। আজ দেখলাম ওদের কাছে লাইফ জ্যাকেট। এটাতে ওদের অনেক উপকার হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, পদ্মা পাড়ি দিয়ে এসে এই স্কুলে বেশ কিছু শিক্ষার্থী পড়াশোনা করে। আজ ওদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হলো, এতে ওদের নদী পথে চলাচলে অনেক উপকার হবে। নদীতে কোনো দুর্ঘটনা ঘটলে এই লাইফ জ্যাকেট পড়া থাকলে ভেসে থাকতে পারবে।
লাইফ জ্যাকেট বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন অতিথিরা।