Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সীমান্তে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:২৬

প্রতীকী ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত চরের মাঠে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার সময় পুটখালী সীমান্তবর্তী চরের মাঠের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে টহলরত বিজিবি ও স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে সেখানেই সুরতহাল রিপোর্ট করা হয়। রিপোর্ট শেষে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। তবে মরদেহটির এখনও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

উদ্ধার ঝুলন্ত মরদেহ যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর