Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:০৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:৫৫

যুক্তরাষ্ট্রের ভিসা। প্রতীকী ছবি

ঢাকা: ভিসা আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা বললে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে ভিসাপ্রার্থীদের জন্য এ বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

পোস্টে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধসংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেফতারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন– মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

পোস্টে আরও বলা হয়েছিল, আবেদনকারীরা যেন তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা সই করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

সারাবাংলা/একে/পিটিএম

টপ নিউজ ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র সাক্ষাৎকার