Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৯:২৭

মরদেহ। প্রতীকী ছবি

বরিশাল: ‎বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

‎বরিশাল সদর নৌ থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নগরীর ১০ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

‎ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৪৫ বছর বয়সী কোন ব্যক্তির হবে। তার পরনে জিন্সের প্যান্ট ও ছাই রংয়ের গেঞ্জি রয়েছে। মরদেহটি ২-৩ দিন ধরে নদীতে ছিল, যে কারণে গলে যেতে শুরু করেছে।

বিজ্ঞাপন

‎তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন এলে বলা যাবে।

সারাবাংলা/এসএস

অজ্ঞাত উদ্ধার কীর্তনখোলা নদী ব্যক্তি মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর