Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীর ‘মুখ চেপে ধরার’ ছবিটি এআই দিয়ে তৈরি— দাবি ডিএমপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৯:২৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:২৮

পুলিশের দাবি- ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে বানানো। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে তৈরি একছাত্রের মুখ চেপে ধরার ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে বলে দাবি করেছে ডিএমপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।’

বিজ্ঞাপন

মুহাম্মদ তালেবুর বলেন, ‘কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ওই ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে করে বুঝা যায়, তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত।’

তিনি আরও বলেন, ‘একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তৈরি ছবি ও তা প্রচারের সঙ্গে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি।’

এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবি টপ নিউজ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর