Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৯:৫৬

নৌ পুলিশের অভিযানে গ্রেফতার দুইজন।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই জনকে আটক করেছে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নৌ পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি ও মনিরুল ইসলাম।

বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, ‘নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা এই কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এনজে

অবৈধ কপোতাক্ষ নদ বালু উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর