Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২০:৫৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২২:২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: লোভ লালসা থেকে দূরে থাকতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

তিনি বলেছেন, ‘দলের সর্বস্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’

লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বিমানবন্দরে নেমে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর