Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২২:৪৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:৩০

নিহত আমজাদ হোসেন

গাজীপুর: গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দিয়ে আমজাদ হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নদে ঝাঁপ দেন।

নিহত আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঁঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি কড্ডা এলাকায় বালুর ব্যবসা করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্বজন ও এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন আমজাদ। এ সময় একটি মাইক্রোবাসে করে ৭-৮ জন ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতিষ্ঠান ঘিরে ফেলে। তাকে আটক করতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং ধাওয়ার মুখে তুরাগ নদে ঝাঁপ দেন। এরপর তারা গাড়ি নিয়ে চলে গেলে স্বজন ও এলাকাবাসী রাতভর নদে খোঁজাখুঁজি করেন। পরদিন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্বজনদের অভিযোগ, আমজাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবুও গাজীপুর ডিবি পুলিশ দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, “বেশ কিছুদিন ধরে আমজাদকে হয়রানি করা হচ্ছিল। এ রকম ভুক্তভোগী আশপাশে অনেকেই আছেন। যে গাড়িটি ব্যবহার করা হয়েছে তার নম্বর ঢাকা মেট্রো-চ ১৬-১৬৮৬।”

বাসন থানার ওসি শাহিন আলম বলেন, “নিখোঁজ ব্যক্তির বাড়ি আমাদের থানায় হলেও ঘটনাটি ঘটেছে কোনাবাড়ী থানা এলাকায়।”

কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, নিখোঁজের পর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে কারা ধাওয়া করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গাজীপুর ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. আমির হোসেন বলেন, “ডিবি পুলিশের একটি গাড়ি কড্ডা এলাকায় টহলে থাকে। ওই গাড়ি দেখে লোকটি দৌড়ে পালিয়ে যান বলে জানতে পেরেছি।”

সারাবাংলা/এসএস

ঝাঁপ ডিবি ধাওয়া নদী পুলিশ ব্যবসায়ী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর